
Please email your articles to: Mydarbesh@gmail.com
Please email your articles to: Mydarbesh@gmail.com
দরবেশ পত্রিকা

Subhabrata Mukherjee
Editor, Founder
From the Editor's desk -2
দরবেশ শুনলেই যেটা প্রথমেই আমাদের মাথায় আসে তা হলো লাল, হলুদ, কমলা কিম্বা সাদা রঙের ছোটো ছোটো বোঁদে দিয়ে তৈরি একপ্রকার মিষ্টি। মুখে দিলেই হাল্কা রসে মাখানো মিষ্টিটা একদম মিলিয়ে যায় আর রেখে যায় অসম্ভব এক ভালো লাগা। দরবেশের আরো একটা অর্থ আছে, দরবেশ হলো ফকির বা মুসলমান সন্ন্যাসী যারা নানা রঙের পোশাক পরে গান গেয়ে লোকদের মনোরঞ্জন করে।
তবে আমাদের এই দরবেশ কিন্তু একটু অন্য রকম। এই দরবেশ সৃষ্টি হয়েছে দেশ বিদেশ থেকে পাওয়া নানা রঙের গল্প, কবিতা, ফটোগ্রাফ, স্কেচ, কুইজ আর বিনোদনের সমাহারে। তবে কিছু মিল তো আছেই আসল দরবেশের সঙ্গে। এই দরবেশ একেবার ধরলে শেষ না করে ওঠাই যাবে না, এতটাই মিষ্টি। আর এই দরবেশের মনোরঞ্জন করার ইচ্ছে ও তীব্র, হোক না তারা ফকির অভিজ্ঞতার নিরিখে।
আমরা সারা পৃথিবী জুড়ে যখন করোনা ভাইরাসের লড়াই করতে হিমসিম খাচ্ছি, কিভাবে স্বাভাবিক জীবনে ফেরত যাবো তার হিসেব করছি, এই রকমই এক দিনে দুই অলস মস্তিষ্কের ভাবনার ফসল হলো দরবেশ পত্রিকা। আমাদের প্রথম সংখ্যা আমরা সাধ্যমতো সাজানোর চেষ্টা করেছি লাল, হলুদ, কমলা কিম্বা সাদা রঙে আর আমরা আশা রাখি আমাদের এই প্রয়াস আপনার ভালো লাগবে আর আপনারা বার বার দরবেশের স্বাদ পেতে ফিরে আসবেন। আপনাদের ভালোলাগা, ভালবাসা এবং দুর্মূল্য মতামত অবশ্যই জানাবেন mydarbesh@gmail.com এ email করে।
আমাদের দরবেশ পত্রিকার অনুপ্রেরণা আর কেউ না, আমাদের সকলের প্রিয় শিশু সাহিত্যিক সুকুমার রায়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতি তিন মাসে একবার করে নিয়ে আসবো আপনাদের প্রিয় দরবেশ পত্রিকা।
'