POEMS
- Darbesh Patrika
- Jun 16, 2022
- 1 min read
Updated: Aug 18, 2022
1.1. সবুজ নিধন
Preeti Bhattacharjee, West Bengal, India

আমাদের গ্রামের বাড়ির
বাগান টাতে ছিল
মা বাবার সেই স্মৃতিগুলো,
মায়ের লাগানো ল্যাংড়া,
বাবার হাতের হিমসাগর
আর সিদুঁর আমের গাছ।
মেহেগনি ছিল মাথা উঁচু করে
পাশে কত ঝোপঝাড়,
লেবু গাছ ছিল চুপচাপ বসে
মাথা নুয়ে বাঁশগাছ।
সবুজে সবুজে ছেয়ে ছিল নীড়
বিশুদ্ধ বাতাসে ভরা,
মনে পড়ে যায় ছেলেবেলা গুলো
ভেসে ভেসে আসে তাড়া।
আমকুড়ানো ভাগাভাগি আর মান অভিমান,
লুকোচুরি খেলা,
চীৎকার আর পাখি দের কলতান।
এক দিন এলো চুপিচুপি রাতে
অবুঝের দল ধেয়ে,
একে একে কেটে দিল
মা বাবার স্মৃতিগুলো
শুধু একমুঠো কাগজের বিনিময়ে।
চোখের জল, আর্তনাদ অভিযোগ,
সব গেল অন্ধকারে।
ব্যথাতুর হয়ে মাটির উপরে নীরবে রইল পড়ে।
আদিম মানব গ্রামের মোড়ল
এলো তাড়াতাড়ি করে,
বলে কান্না কাটির কি আছে রে?
ভেবে দেখ ভালো করে।
গাছ গুলো তো আর রামবাবু নয়, যে বিচার করতে হবে?
এদিক ওদিক তাকিয়ে নীরবে
দাঁড়িয়ে আছে সবাই,
অবশেষে এসে মুচকি হেসে
বললে মোড়ল মশায়,
তোরা যে যা বলিস বল
খামার টা আমার
দৈর্ঘ্য প্রস্থে সমান হল
এটাই ভাগ্য বল।
1.2 Blue
Swastik Basu, North Carolina, USA

My favorite color is blue
Along with the Ocean's hue
And the sunny sky's aqua blue
It creates a heavenly beach view
1.3. বাবা by Ajanta Banerjee,
Toronto, Canada

ছোটবেলায় হাঁটতে শেখা, বলতে শেখা,
তোমার কাছে বাবা।
কাঁধে চড়ে ঘুরে বেড়াতাম,
যায় কি সেটা ভাবা?
বাবার কাছে অনেক আদর ,
অনেক আবদার ।
নিঃশব্দে বহন করো,
সংসারের এই ভার।
নতুন পথে এগিয়ে যাওয়ার ,
সাহস দাও তুমি।
পাশে তুমি না থাকলে,
হেরে যেতাম আমি।
আমায় ছেড়ে যাবেনা বাবা,
এই কথাটি দিও।
শতদোষ ক্ষমা করে,
আমার প্রণাম নিও।
1.4. অনুযোগ
Anupam Chakraborty, Maharashtra, India

তোমার অনিচ্ছায়,
নানান রঙের পায়রারা সব
উড়তে ভুলে যায় ।
তোমার উপেক্ষায়
অশ্বত্থ গাছের শিকড় বাড়ে,
দেওয়ালে চিড় খায়।
তোমার অনীহায়
পূর্ণিমা চাঁদ হাপসে মরে,
বুকভরা শ্বাস চায়।
তোমার সময়াভাব,
বাঁচার সময় ফুরিয়ে গেলে,
থাকবে মনস্তাপ।
Comments